০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-৪৭, বিজ্ঞান

অধ্যায় ছয় : সুস্থ জীবনের জন্য খাদ্য
-

সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘অধ্যায় ছয় : সুস্থ জীবনের জন্য খাদ্য’ থেকে আরো ১১টি শূন্যস্থান পূরণ করো নিয়ে আলোচনা করা হলো।
শূন্যস্থান পূরণ করো
১৮. ধান, চাল, গম, ডাল ইত্যাদি--- শুকিয়ে সংরক্ষণ করা যায়।
উত্তর : ধান, চাল, গম, ডাল ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়।
১৯. মাছ, গোশত, তরকারি, ফল ইত্যাদি--- সংরক্ষণ করা যায়।
উত্তর : মাছ, গোশত, তরকারি, ফল ইত্যাদি ফ্রিজে সংরক্ষণ করা যায়।
২০. খাদ্যদ্রব্য উচ্চতাপে জীবাণু ধ্বংস করে বদ্ধ পাত্রে --- বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়।
উত্তর : খাদ্যদ্রব্য উচ্চতাপে জীবাণু ধ্বংস করে বদ্ধ পাত্রে এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়।
২১. বরফ জমানো ঠাণ্ডায় খাদ্যে--- জন্মায় না।
উত্তর : বরফ জমানো ঠাণ্ডায় খাদ্যে জীবাণু জন্মায় না।
২২. মটরশুঁটি, গাজর, টমেটো, ঢেঁড়স ইত্যাদি--- মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়।
উত্তর : মটরশুঁটি, গাজর, টমেটো, ঢেঁড়স ইত্যাদি পাঁচ-ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়।
২৩. --- ঠাণ্ডায় সবজি, ফল ও বীজ বেশ কিছু দিন ভালো থাকে।
উত্তর : ফ্রিজের ঠাণ্ডায় সবজি, ফল ও বীজ বেশ কিছ ুদিন ভালো থাকে।
২৪. আলু, পেঁয়াজ, গাজর ইত্যাদি--- সংরক্ষণ করা হয়।
উত্তর : আলু, পেঁয়াজ, গাজর ইত্যাদি হিমাগারে সংরক্ষণ করা হয়।
২৫.গলদা চিংড়ি হিমায়িত করে সংরক্ষণ ও--- রফতানি করা হয়।
উত্তর : গলদা চিংড়ি হিমায়িত করে সংরক্ষণ ও বিদেশে রফতানি করা হয়।
২৬. লবণ, চিনি, সিরকা ও তেলের মধ্যে--- জীবাণু জন্মাতে পারে না।
উত্তর : লবণ, চিনি, সিরকা ও তেলের মধ্যে পচনকারী জীবাণু জন্মাতে পারে না।
২৭. লবণ, চিনি, সিরকা ও তেলের মধ্যে খাদ্য--- করা যায়।
উত্তর : লবণ, চিনি, সিরকা ও তেলের মধ্যে খাদ্য সংরক্ষণ করা যায়।
২৮. মাছ, গোশত, তরকারি, ফল ইত্যাদিতে--- বেশি থাকে।
উত্তর : মাছ, গোশত, তরকারি, ফল ইত্যাদিতে পানি বেশি থাকে।


আরো সংবাদ



premium cement
রাফায় হামলার ব্যাপারে ইসরাইলকে হুঁশিয়ারি হামাসের স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে নৌকাডুবি, ৫০ শরণার্থীর মৃত্যুর ‌শঙ্কা ফিলিপাইনে খরায় জলাধার শুকিয়ে জেগে উঠেছে ৩০০ বছর আগের নগর ঢাকাসহ বিভিন্ন জেলায় আজ প্রবল কালবৈশাখী ও শিলাবৃষ্টি হতে পারে সাবমেরিন বিধ্বংসী স্মার্ট ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের মোস্তাফিজের মেইডেন দিয়ে আলোচনা ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন কলম্বিয়ার বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি

সকল